Khoborerchokh logo

পলাশবাড়ীতে ব্যবসা প্রতিষ্ঠার খোলা রাখা ও দু-তিন জন একসঙ্গে আড্ডা দেওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় 269 0

Khoborerchokh logo

পলাশবাড়ীতে ব্যবসা প্রতিষ্ঠার খোলা রাখা ও দু-তিন জন একসঙ্গে আড্ডা দেওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায়


শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় কেভিট-১৯ করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জনসচেতনতা কর্মসূচি বাস্তবায়ন করার পাশাপাশি সরকারি নির্দেশ পালনে সর্বসাধারণকে অনুরোধ জানিয়ে প্রচার প্রচারনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠার খোলা রাখায় ১লা এপ্রিল বুধবার রাত্রে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা, মনোহরপুর ইউনিয়নের কুমেদপুর বাজার, কাজীর বাজার ও গোডাউন বাজারসহ বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেজবাউল হোসেনের ভ্রাম্যমান আদালত সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে বেশ কয়েকজন ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেন। অপরদিকে ১লা এপ্রিল বুধবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত জনানোর জন্য প্রচারভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার বিভিন্ন বাজারে প্রতিকিসরুপ ২/৩ জন করে মোট ১৪ জনকে সরকারি আদেশ অমান্য করে বিনা প্রয়োজনে বাহিরে ঘুরে বেড়ানোর জন্য দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় মোট ৫ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়। তারা জানান, অভিযানের ধারা অব্যাহত থাকবে ।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com